আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবান এপিবিএনের প্রচেষ্টায় উদ্ধার হলো ৪০ মোবাইল এবং টাকা

মোঃ ইফসান খান, ইমন: | প্রকাশের সময় : রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:৪৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান কর্তৃক বিভিন্ন কোম্পানির ৪০ টি হারিয়ে যাওয়া/চুরি হওয়া মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ৯,৯৪,০০০/- (নয় লক্ষ চুরানব্বই হাজার) টাকা এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৬৮,২৫০/- (আটষট্টি হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)  আলী আহমদ খানের  সার্বিক দিক নির্দেশনায় এএসআই মোঃ রবিউল করিম সিকদারের তৎপরতায় মোবাইল হারানো সংক্রান্তে যথাক্রমে ১। সেনবাগ থানার জিডি নং-৪৫৭, তাং-১০/০২/২০২৪খ্রিঃ ২। তেজগাঁও থানার জিডি নং-৪৬০, তাং-০৯/১১/২০২৩খ্রিঃ ৩। রামগঞ্জ থানার জিডি নং-৬৪৮, তাং-১৩/০১/২০২৪খ্রিঃ ৪। বেগমগঞ্জ থানায় জিডি নং-২০৩৬, তাং-২৯/০৫/২০২৩খ্রিঃ ৫। বান্দরবান সদর থানার জিডি নং-৪৯৮, তাং-১১/০২/২০২৪খ্রিঃ ৬। হাতিয়া থানার জিডি নং-১১০, তাং-১১/০৮/২০২২খ্রিঃ ৭। মোহাম্মদপুর থানার জিডি নং-৬৩০, তাং-০৮/০৯/২০২৩খ্রিঃ ৮। কক্সবাজার থানার জিডি নং-৯৬৪, তাং-১৩/১২/২০২৩খ্রিঃ ৯। বান্দরবান সদর থানার জিডি নং-৯৫৩, তাং-২০/১০/২০২৩খ্রিঃ ১০। ভৈরব থানার জিডি নং-১৬৫৫, তাং-৩১/০১/২০২৪খ্রিঃ ১১। মেঘনা থানার জিডি নং-১০৬১, তাং-২৬/০১/২০২৪ ১২। উখিয়া থানার জিডি নং-৯৩৪, তাং-২১/১১/২০২৩খ্রিঃ ১৩। ফুলপুর থানার জিডি নং-১১৬৯, তাং-২২/০১/২০২৩খ্রিঃ ১৪। সাভার থানার জিডি নং-২৩১৩, তাং-২৮/১২/২০২৩খ্রিঃ ১৫। বান্দরবান সদর থানার জিডি নং-৩৪৭, তাং-০৭/০৯/২০২৩খ্রিঃ ১৬। বুড়িচং থানার জিডি নং-২৮০, তাং-০৭/০৭/২০২২খ্রিঃ ১৭। কোতয়ালী মডেল থানার জিডি নং-৩০১৩, তাং-২৩/০৯/২০২৩খ্রিঃ ১৮। পতেঙ্গা থানার জিডি নং-৭৫৮, তাং-১৫/০২/২০২৪খ্রিঃ ১৯। পতেঙ্গা থানার জিডি নং-১০৯২, তাং-২২/০৩/২০২৩খ্রিঃ ২০। বান্দরবান সদর থানার জিডি নং-১৩০০, তাং-২৭/১২/২০২৩খ্রিঃ ২১। সোনাইমুড়ী থানার জিডি নং-১৪২৯, তাং-২৫/১০/২০২৩খ্রিঃ ২২। বান্দরবান সদর থানার জিডি নং-৯৯২, তাং-২০/১১/২০২৩খ্রিঃ ২৩। রামু থানার জিডি নং-১০৪২, তাং-২২/০১/২০২৪খ্রিঃ ২৪। যাত্রাবাড়ী থানার জিডি নং-১৬১৬, তাং-১৭/১০/২০২৩খ্রিঃ ২৫। উখিয়া থানার জিডি নং-১৩২৮, তাং-৩০/০৪/২০২৩খ্রিঃ ২৬। উখিয়া থানার জিডি নং-১৭০, তাং-০৪/১২/২০২৩খ্রিঃ ২৭। সাতকানিয়া থানার, জিডি নং-৮৩২, তাং-১৫/০২/২০২৩খ্রিঃ ২৮। সদরঘাট থানার জিডি নং-১২৮২, তাং-২০/১০/২০২৩খ্রিঃ ২৯। ফটিকছড়ি থানার জিডি নং-৬৩৪, তাং-১৪/০৭/২০২৩খ্রিঃ ৩০। বায়োজিদ বোস্তামি থানার জিডি নং-১৪৪৫, তাং-২০/০৮/২০২৩খ্রিঃ ৩১। উখিয়া থানার জিডি নং-১১৮০, তাং-২৬/১১/২০২৩খ্রিঃ ৩২। বান্দরবান সদর থানার জিডি নং-১১০৬, তাং-২৭/১০/২০২৩খ্রিঃ ৩৩। কোতয়ালী থানার জিডি নং-৫৬২, তাং-০৭/০৪/২০২৩খ্রিঃ ৩৪। উখিয়া থানার জিডি নং-৪২০, তাং-০৯/১০/২০২৩খ্রিঃ ৩৫। চাঁদপুর সদর থানার জিডি নং-১০৬, তাং-০২/০৯/২০২৩খ্রিঃ ৩৬। বাঁশখালী থানার জিডি নং-৩৮৯, তাং-০৭/১০/২০২৩খ্রিঃ ৩৭। উত্তরা পূর্ব থানার জিডি নং-১০২০, তাং-১৯/০১/২০২৩খ্রিঃ ৩৮। পল্টন মডেল থানার জিডি নং-১১৬৯, তাং-১৮/০৯/২০২৩খ্রিঃ ৩৯। চান্দগাঁও থানার জিডি নং-৫৩৫, তাং-০৯/০৯/২০২২খ্রিঃ ৪০। জোরারগঞ্জ থানার জিডি নং-৬৯৫, তাং-১৪/০৯/২০২৩খ্রিঃ  কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম (মেটা-৪/৫/৬) কর্তৃক ( iPhone 11 pro max, Samsung galaxy A13, Vivo Y21, Realme C 21Y, Oppo A15s, Poco C31, Realme C25, Vivo Y20, Realme 8pro, WALTON Primo rm4, Realme C31, Opoo A76, Realmi 8, Oppo F21 pro, Redmi Note 8, Redmi 10A, Vivo Y 91C, Realme 12c, Redmi-M11, Redmi 10C, Vivo Y21T, Infinix Hot 30I, Oppo A16, Redmi Note 8, Oppo Reno 7, Oppo A17k, Sumsung M21, Realme 9pro, Redmi Note 12s, Redmi Note 7 pro, Vivo Y20, Vivo Y21, Realmi 9i, Redmi 9c, Vivo Y15, Vivo Y21, iPhone 11, iPhone XS,  Realme X2, Vivo Y16)  )  সর্বমোট ৪০ টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ১। রামপুরা থানার জিডি নং-৭৫৫, তাং-১৩/০২/২০২৪খ্রিঃ ২। পাহাড়তলী থানার জিডি নং-৫৩৮, তাং-১১/০১/২০২৪খ্রিঃ ৩। চকরিয়া থানার জিডি নং-২৩০, তাং-০৫/০১/২০২৪খ্রিঃ মূলে ভিকটিমদের বিকাশ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বরসমূহের পরিচয় সনাক্ত করে যথাক্রমে ২৫,০০০/- টাকা, ৩০,০০০/- টাকা, ১৩,২৫০/- টাকা উদ্ধার করে, পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)  আলী আহমদ খানের নিকট হতে অদ্য  ২৫/০২/২০২৪ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৪০ টি মোবাইল ফোন, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৬৮,২৫০/- টাকা, মালিকগণ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মোঃ আবদুল করিম, ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক)  মোঃ শওকত আলী, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই মোঃ আব্দুল গণি এবং ইন্টেঃ উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মোঃ রবিউল করিম সিকদার।