আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানের রুমায় অস্ত্রসহ দুই কেএনএফ সদস্য এবং ব্যাংক কর্মকর্তাসহ আটক-৩

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : সোমবার ৮ এপ্রিল ২০২৪ ০৫:২৮:০০ অপরাহ্ন | জাতীয়

বান্দরবানের রুমা ব্যাথেল পাড়ায় সেনা বাহিনীর অভিযানে ৭টি দেশি বন্দুক, ২০টি কার্তুজ, কেএনএফ এর ইউনিফর্ম, বিভিন্ন বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় দুই কেএনএফ সদস্য এবং  রুম সোনালী ব্যাংকের সহকারি ক্যাশিয়ারসহ ৩জনকে আটক করা হয়েছে। 

বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান জানিয়েছেন,সোমবার (৮এপ্রিল) সকালে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযানের অংশ হিসাবে রুমার সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিনের নেতৃত্বে যৌথ বাহিনীর একাধিক দল রুমা বেথেল পাড়া ঘেরাও করে অভিযান পরিচালনা করে। এসময় কেএনএফ এর একটি আস্তানা থেকে 

 সাতটি দেশি বন্দুক, ২০টি কার্তুজ, কেএনএফ এর ইউনিফর্ম, বিপুল পরিমান বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় কেএনএফ এর দুই সক্রিয় সদস্য এবং  সন্দেহভাজন হিসেবে রুম সোনালী ব্যাংকের সহকারি ক্যাশিয়ারসহ মোট ৩জনকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে।