আজ সোমবার ১৪ অক্টোবর ২০২৪, ২৯শে আশ্বিন ১৪৩১

বাঙালহালিয়াতে গলায় ফাঁস দিয়ে সেনা সদস্যের স্ত্রীর আত্মহত্যা

রাজস্থলী প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৬ জানুয়ারী ২০২২ ০৪:১০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ডাক বাংলা আপ্রুমং মেম্বারের টিলা এলাকায় খেনুচিং মারমা (৩০) নামে এক সেনা সদস্যের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

 

বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা আপ্রুমং মেম্বারেরটিলায় নিজ বাড়িতে নিজের রুমের দরজা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস দেয় সে।  তার পাশে একটি চিরকুট লেখা ছিল। ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা  চন্দ্রঘোনা থানায় খবর দেয়। পরে পুলিশ দরজা খুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  নিয়ে যায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে।

 

নিহত খেয়নুচিং মারমা রমতিয়া এলাকার সেনা সদস্য মঞ্জু তনচংগ্যার স্ত্রী। তার একটি ৬ বছরের কন্যা সন্তান রয়েছে সে ১ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। 

 

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করছে বলে ধারনা করা হচ্ছে। ঔ ঘরে নিহত খেয়নুচিং একাই থাকতো। 

 

উল্লেখ্য যে তার স্বামী মঞ্জু তনচংগ্যা বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের কমান্ডো  সদস্য হিসেবে কর্মরত আছে করেছে বলে জানা যায়।