বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ির রোয়াইপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে স্থানীয়রা ২১ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেও স্থানীয় সমাজসেবক আবু নোমান চৌধুরী জানান, এখানে ৩১ পরিবারের সদস্যরা বসবাস করে। আগুনে কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।
জানা যায়, পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ির রোয়াইপাড়া গ্রামে সবার অগোচরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে নুরুল ইসলাম, নেছার উদ্দিন, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, রোকেয়া বেগম, আবদুর রহমান, মো. নোমান, নুরুল আজিম, গিয়াস উদ্দিন, ছিনুয়ারা বেগম, মো. ইলিয়াছ, ফয়সাল আলম, আলী আকবর, ছৈয়দ আহমদ, জামাল হোছাইন, রহিমা বেগম, আরাফাত/রিফাত, ইউপি সদস্য মো. কাসেম, আবুল কাসেম, নুরুল কাদের, হানুয়ারা বেগম, জকিরা বেগম, নুরুল আলম, মিনহাজ উদ্দিন, মো পারভেজ এর বাড়ির মালামাল পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুইটি গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগ থেকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো অনুমান করা যাচ্ছে না। তবে তদন্ত সাপেক্ষে জানানো হবে। বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।