আজ শুক্রবার ৮ নভেম্বর ২০২৪, ২৪শে কার্তিক ১৪৩১

বাঁশখালীতে পুকুরের ঘাট বসানো কে কেন্দ্র করে হামলায় পল্লী চিকিৎসক সহ আহত -১০

বাঁশখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ০৬:০৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীর সরল ইউনিয়নের  ৫নংওয়াড় এলাকায় বৃহস্পতিবার (৩১.১০.২৪)  আনুমানিক সকাল ৮ টা নাগাদ  পুকুরের ঘাট বসানো কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।ন  এসময় আহত হয়েছে -১০জন।  সূত্র জানায় ১ গন্ডা জমিনিয়ে মাওলানা  মুজিবুর রহমান  ও খলিলুর রহমানের মধ্যে দীর্ঘ দিননের বিরোধ ছিল । বৃহস্পতিবার  সকালে খলিলুর রহমানের ছেলেরা বাড়ির পুকুরে  ঘাট বসাতে গেলে মাওলানা মুজিবুর রহমান এর লোকজন  তাদের উপর হামলা করে  এসময়  আহতরা হলেন  আবুছায়েদ (৪৫)জয়নাল আবেদিন (৫২)সাকিব(২৪) আবুল বশর(৪৪) আবুল কালাম (৩৮)খলিলুর রহমান (৮০) আবুল কাসেম (৪০) মোঃ নুরুল আমিন (৩৯)আহতরা  বাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে আশংকাজনক আবস্থায় আবুল কালাম ও আবু ছায়েদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত খলিলুর রহমান। এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান বিষয়টি আমি শুনেছি  কেউ  লিখিত অভিযোগ নিয়ে আসলে তদন্ত পূর্বক ব্যবস্হা নেওয়া হবে।