কক্সবাজার জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের উপকারীভোগী ও বন নির্ভরশীল জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জের হিমছড়ি নিসর্গ সেন্টারে প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ও কক্সবাজার জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের পরিচালক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-প্রধান বন সংরক্ষক (পরিকল্পনা উইং) ড. মো: জগলুল হোসেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারোয়ার আলম।
অতিথিবৃন্দ সামাজিক বনায়ন এবং বন রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তারা বন রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিপুল কৃষ্ণ দাস সামাজিক বনায়নের আর্থিক সুবিধাসমূহ, বিকল্প জীবিকায়নে সরকারের উদ্যোগ এবং বন রক্ষায় সামাজিক বনায়নের উপকারভোগীদের এগিয়ে আসার জন্য আহ্বান করেন।
সবশেষে অতিথিবৃন্দ কক্সবাজার জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের উপকারভোগীদের মাঝে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ৭ টি ইকো-রিক্সা এবং ২০ টি সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করেন।
বাগানের উপকারভোগীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেই সঙ্গে বিনামূল্যে ইকো-রিক্সা এবং সেলাই মেশিন বিতরনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।