ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহ আমিনুল্লাহ (রাহঃ) মাহবুব চৌধুরী নূরানী সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা'র শিশু শিক্ষার্থীরা। সোমবার ( ৩০ অক্টোবর ) সকালে মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে চৌধুরী মাকের্ট ও চন্দনাইশ সদর এর প্রধান প্রধান ফটক অতিক্রম করে আবার মাদ্রাসা প্রাঙ্গনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা সৈয়দুল হক,শিক্ষক হাফেজ ফোরকান উদ্দিন,হাফেজ আবছার,হাফেজ ইরফান উদ্দিন,হাফেজ রিজবী প্রমুখ। এসময়‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও, আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার,‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।