আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ির সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বৃত্তি প্রদান করেছে সাজেদা আনোয়ার ফাউন্ডেশন

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ ০১:৪৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির সুন্দরপুরে নব প্রতিষ্ঠিত সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে 'কোন শিশু স্কুলের বাহিরে না থাকুক' স্লোগানে কাজ করা সংগঠন সাজেদা আনোয়ার ফাউন্ডেশন। ০৭ ফেব্রুয়ারী(সোমবার) সকালে বিদ্যালয় হল রুমে বৃত্তি প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন সুন্দরপুর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ। শিক্ষক এমরান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ কামাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমজম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল আমিন সোহেল, ফটিকছড়ি সংবাদের সম্পাদক ও প্রকাশক আহমদ আলী চৌধুরী, ব্যবসায়ী কামাল উদ্দিন, মহিউদ্দিন, গিয়াসউদ্দিন, মোহাম্মদ মুজিব, ডা.বি কে নাথ, সায়েম উদ্দিন চৌধুরী, শিমুল চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান শেষে ১০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।  এছাড়া নবম শ্রেণির শিক্ষর্থীদের মধ্যে পাঠ্যবই তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি বলেন,  আমার কাজ হলো সকল শিশুকে স্কুল মূখী করা। প্রতিটি শিশু শিক্ষিত হলে এদেশের আমুল পরিবর্তন আসবে। দেশ অনেকদূর এগিয়ে যাবে। সকলের উচিৎ শিক্ষার উন্নয়নে সরকারের সাথে মিলে কাজ করা। সরকারকে সহযোগিতা করা। এতেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।

অন্য বক্তারা বলেন, সুন্দরপুর স্কুল নতুন প্রতিষ্ঠিত হলেও এলাকায় শিক্ষা বিস্তার, প্রচার ও প্রসারে অনবদ্য ভূমিকা রাখবে। এতে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সহযোগিতা করতে হবে।