মিরসরাইয়ে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামী ইউপি সদস্য বেলাল হোসেনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শাহেখালী ইউনিয়নের স্থানীয় খেয়ারহাট বাজারে মানববন্ধনে অংশ নেন জনপ্রতিনিধি, স্থানীয় এলাকাবাসী ও নিহত কাশেমের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বলা হয়, ঘটনার ১২দিন অতিবাহিত হয়ে গেলেও মামলার এজাহারভূক্ত প্রধান আসামী স্থানীয় শাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বেলাল হোসেনকে রহস্যজনক কারণে পুলিশ গ্রেপ্তার করেনি। তাকে শিগগিরই গ্রেপ্তার করার পাশাপাশি এ ঘটনায় জড়িত সকল আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাজু আহাম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, সমাজসেবক বদরুদ্দৌজা, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান এবাদী, মায়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু জাফর, সাহেরখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওহিদুল আলম, ২ নং ওয়ার্ডের আনোয়ারুল হক, নিহতের সন্তান বদরুদ্দৌজা তারেক, মঘাদিয়া সাউথ এডুকেশন এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নুর ইসলাম।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দিবাগত রাত ১০টায় উপজেলার শাহেরখালী খালের কাদামাটি থেকে ছুরিকাহত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি আবুল কাশেম মারা যান। এঘটনায় আবুল কাশেমের স্ত্রী বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করার পর ২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামীরা বর্তমানে কারাগারে রয়েছেন।