আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ন্যায় বিচার প্রতিষ্ঠার কার্যক্রম চালাতে হাশেম-জিয়া-শিবলী পরিষদকে জয়যুক্ত করতে হবে -নজিবুল্লাহ হিরু

মো. আলী আকবর : | প্রকাশের সময় : সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ ০৮:৩৯:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

৭ই ফেব্রুয়ারী সোমবার  সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২২ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত হাশেম-জিয়া-শিবলী পরিষদের প্যানেল পরিচিতি সভা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বার কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল এর সভাপতিত্বে আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কাজী মুহাম্মদ নাজমুল হক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আবদুল আল মামুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাজী মো. নজিবুল্লাহ হিরু। বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবীর উপস্থিতিতে প্যানেল পরিচিতি সভায় বক্তব্য রাখেন বার কাউন্সিল এডহক কমিটির সদস্য মো. মুজিবুল হক, সমিতির সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ, এ.কে.এম. সিরাজুল ইসলাম চৌধুরী, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সৈয়দ মোক্তার আহমদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজমুল আহসান খান আলমগীর, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, আইয়ুব খান. সিনিয়র আইনজীবী ও স্টিয়ারিং কমিটি সদস্য জসীম উদ্দিন আহমদ খান, মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী, মেজবাহ উদ্দিন চৌধুরী, দিনমনি দে, জহির উদ্দিন মাহমুদ, সভাপতি পদপ্রার্থী আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ওমর ফারুক শিবলী।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. নজিবুল্লাহ হিরু বলেন, দেশ আজ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাচ্ছে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান শিক্ষা সংস্কৃতির ধর্মীয় নিরাপত্তা দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বে দরবারে পরিচিত হয়েছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃত লাভ করেছে। আইনজীবীদের স্বার্থ রক্ষায় ঢাকাসহ সারা দেশে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ঢাকায় বার কাউন্সিল ভবন আজ দৃশ্যমান। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দফায় দফায় ৬ কোটি টাকা প্রদান করেছেন। ভবিষ্যতে চট্টগ্রাম আইনজীবী সমিতির যে কোন উন্নয়নে সর্বোচ্চ আর্থিক সহায়তা দিবেন প্রধানমন্ত্রী। তিনি আরোও বলেন, চট্টগ্রাম বীরের জন্ম দিয়ে থাকে। শত লড়াই সংগ্রাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি তথা বঙ্গবন্ধুর সৈনিকরা দিয়েছে। কারো চোখ রাঙ্গানো আমরা ভয় পাইনা। চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের কার্যক্রম প্রায় চুড়ান্ত বাস্তবায়ন শুধুমাত্র সময়ের ব্যাপার। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম চালাতে হবে সে কারনে হাশেম-জিয়া-শিবলী পরিষদকে জয়যুক্ত করতে হবে।

বার কাউন্সিল সদস্য মো. মুজিবুল হক বলেন, উন্নয়নের ধারা আমরা আইনজীবীদের অধিকার রক্ষায় আইনের শাসন বাস্তবায়নে সমন্বয় পরিষদ কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কখনো কোন অপশক্তির কাছে মাথা নত করে না। আইনজীবীদের সকল ভবনের অনুমোদন রয়েছে। আমরা বৈধভাবে অবস্থান করছি।

সভাপতির বক্তব্যে মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, বিজ্ঞ আইনজীবীদের সার্বিক কল্যাণ ও মর্যাদা সংরক্ষণ, ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলকে আসন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারা বজায় রাখতে হলে সমন্বয় পরিষদের কোন বিকল্প নাই। আমি সারাজীবন লড়াই করেছি। পশ্চিমা শাষক গোষ্ঠীকে পরাস্থ করে দেশ স্বাধীন করেছি। কোন চক্রান্ত ষড়যন্ত্র হাশেম-জিয়া-শিবলী পরিষদের বিজয় ঠেকাতে পারবে না।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়