কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউপির নৌকা প্রার্থীর নেতাকর্মীদের হামলায় টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ১০ কর্মী সমর্থক আহত হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ ঘটনা ঘটেছে।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সওকত আহমেদ অভিযোগ করে আরটিভি নিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাখরাবাদ বাজারে নৌকার প্রার্থী শফিকুল ইসলামের নেতাকর্মীরা আমার নির্বাচনি কার্যালয়ে আকস্মিক হামলা চালায়। এ সময় নৌকার কর্মী মোমেন আহমেদ, এনামুল হক, সাদ্দাম, রুবেলসহ ২০ থেকে ৩০ জনের একটি গ্রুপ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে আমার সমর্থক মো. মাহবুব, সাগর, মামুন, জামাল, মিশনসহ ১০ আহত হয়। এ ঘটনায় আমি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
নৌকার প্রার্থী শফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, আমার নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত নয়। তারপরও এক সমর্থককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।