আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি বামহাতির ছড়ার কালাম আরকান আর্মির গুলিতে নিহত

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ১২ মে ২০২৪ ০৯:৩১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রোববার ১২ মে ২ সকাল ৭টা ৫৫ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ভালুকখাইয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৫০০ মিটার দক্ষিণে মিয়ানমারের অভ্যন্তরে বাউন্ডুলা এলাকার  চেকপোস্ট এবং টোল পোস্ট নামক স্থানে আরকান আর্মির ‌নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের মৃত্যু বদিউজ্জামানের ছেলে আবুল কালম ২৯ কে গুলি করে হত্যা করে। এলাকাবাসী সুত্রে জানা যায় নিহত ব‍্যাক্তি ভোরে বাংলাদেশ থেকে কাধে করে শুকনো খাদ্য সামগ্রী নিয়ে মিয়ামারে ভিতরে বিক্রি করতে যায়। সকাল ৮টার সময় তার পরিবারের সদস্যরা খবর পান আরকান আর্মির গুলিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উক্ত বিষয়ে কথা বলার জন‍্য নাইক্ষ‍্যংছড়ি থানার ওসির সঙ্গে কথা বলার জন‍্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।নাইক্ষ‍্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার জানান,দিনের বেলাতে লাশ ফেরত দেওেয়ার কথা ছিল কিন্তু এই রিপোর্ট লিখা কালিন সময় রাত ৮টা ১৮ মিনিট পযর্ন্ত লাশ ফেরত দেননি আরকান আর্মিরা,তিনি আরো জানান মিয়ানমারের ভিতরে প্রবেশ করতে হলে তাদের নিদিষ্ট টোল পয়েন্টে জনপ্রতি  ৫০০ টাকা করে দিতে হয়, উক্ত টাকা না দিয়ে প্রবেশের কারণে তাকে গুলি করা হয় বলে তার ধারণা।