নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামছড়ি এলাকার দুটি সীমান্ত পিলার দিয়ে বুধবার এবং বৃহস্পতিবার ২৮ মার্চ দুই দিন ধরে কয়েক দফায় এসেছে মর্টারশেল এবং গোলাগুলির ব্যাপক শব্দ। বুধবার সকাল ৭টা ২৬ মিনিটের সময় পরপর মিয়ানমারের ভিতর থেকে আসে বড় শব্দের তিনটি বিস্ফোরিত আওয়াজ,আবার রাত ১০ টা ৩০ মিনিটের সময় ৮ রাউন্ড গুলি বিস্ফোরণের শব্দ আসে জামছড়ি এলাকায়।
বৃহস্পতিবার ২৮ মার্চ সকাল ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পযর্ন্ত অগণিত গোলাগুলির শব্দ ৪৬/৪৭ পিলার এলাকা দিয়ে মিয়ানমার থেকে জামছড়ির অভ্যন্তরে আসে বলে এলাকাবাসী থেকে পাওয়া খবরে জানা গেছে। জামছড়ি এলাকার ৬ সদস্যর একটি দল গাছের প্লট থেকে গাছ কাটার জন্যে সীমান্তের কাছাকাছি গেলে মিয়ানমার থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ আসা শুরু হলে তারা ভয়ে নিরাপত্তার কথা ভেবে নিরাপদ দূরত্বে চলে আসেন বলে জানান তাদের দলপতি মোঃ রহমান।স্থানীয় ইউপি সদস্য মোঃ সাবেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেন। ধারণা করা হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে প্রতিদিন সরকারি বাহিনী এবং বিদ্রোহী কয়েকটি গ্রুপের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে অহরহ, হয়তো বুধবার এবং বৃহস্পতিবার যে সমস্ত বিস্ফোরণের শব্দ জামছড়ি এলাকায় এসেছে সেগুলো মিয়ানমারের ভিতরে চলা সংঘর্ষে ব্যাবহারিত গোলাবারুদের শব্দ সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ির জামছড়ি এলাকায় এসেছে।