আজ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির বাইশারীতে বিএনপির বিশাল জনসভা

মোঃ ইফসান খান ইমন,নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ০৭:৪৯:০০ অপরাহ্ন | রাজনীতি

নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক জিয়ার দেয়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বাইশারী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক আব্দুল করিম বান্ডূর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে, বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা বলেন, আওয়ামী লীগ সরকার আলেম ওলামাদের নির্যাতন, বিরোধী দলের নেতা কর্মীদের গাইবি মামলা,ঘুম খুনের ঘটনা ও

অবৈধ কর্মকান্ডের জন্য দেশে আওয়ামীলীগ এখন আওয়ামী লীগ পরিচয় দিতে লজ্জা পায়।তিনি বিএনপি ক্ষমতায় এলে এসব বিচারের আওতায় আনা হবে উল্লেখ্য করে বলেন আজকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এ বিশাল জনসভা সফল করছেন তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তিনি দেশ নায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস,নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ চুট্টু,সাধারণ সম্পাদক আব্দল আলিম বাহাদুর,যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল।

সদস্য সচিব মোঃ আবুল কালাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৌঃ সোলতান আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউনুছ, সদস্য সচিব জহির আহমেদ,, দোছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ আয়াছ, সদস্য সচিব নুরুল আমিন,উপজেলা যুব দলের আহবায়ক আবু সোফিয়া চৌধুরী সোহেল, সদস্য সচিব আবু কায়ছার,  আনোয়ারুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্র দলের আহবায়ক জিয়াবুল হক জিয়া, প্রমুখ।