মালিকবিহীন ৫ টি বার্মিজ গরু আটক করা হয়েছে।
৫ এপ্রিল শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি এর ফুলতলী
বিওপির টহল কমান্ডার জেসিও নায়েক সুবেদার মোঃ শাহআলম ফকির এর নেতৃত্ব টহলদল বাংলাদেশের অভ্যন্তরে লেবু বাগান নামক স্থান থেকে মালিক বিহীন ৫ টি বার্মিজ গরু আটক করে। আটককৃত ৫টি গরু নিলাম কার্যক্রমের জন্য নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরের হেফাজতে জমা রয়েছে বলে জানা যায়। নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্টের চোরাই পথ দিয়ে মিয়ানমার থেকে প্রচুর গরু আসার কারণে স্থানীয়ভাবে গড়ে ওটা দেশি গরুর খামারীরা পড়েছে বে কায়দায়, পাশ্ববর্তী দেশ থেকে মোটা তাজা গরু আসার ফলে চাহিদা কমে গেছে দেশিও গরুর চাহিদা।খামারি মোঃ আতাউল্লাহ বলেন, আমাদের সর্বক্ষেত্রে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিপদে আপদে আমাদের পাশে থেকে সহযোগিতা করে আসছে,অবৈধ গরুর পাচারের বিষয়ে অভিযান আরো জোরদার করা হলে আমাদের মত খামারীরের জন্য উপকারে আসতো।