নাইক্ষ্যংছড়িতে জলকেলিতে বর্ণিল মারমাদের সাংগ্রাই পোয়ে উৎসব
জল ছিটিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার বৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়।
নিজেদের ঐতিহ্যবাহী পোষাক পড়ে মারমাদের এ জল উৎসবে যোগ দেন পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের শত শত মানুষ।
এতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ।
শনিবার(২০ এপ্রিল) দুপুরে ফিতা কেটে ও সাংগ্রাইয়ের পোয়ে জল ছিটিয়ে জল উৎসবের উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ । এরপর মারমা তরুণ-তরুণীরা মেঠে উঠেন জল ছিটানো উৎসবে।
বেজে উঠে সাংগ্রাইয়েরে জনপ্রিয় গান ‘সাংগ্রাঁইং মা ঞি ঞি ঞা ঞা রি, কাজাই গাই গানে, গানটির সুরে নাচে গানে মেঠে উঠেন মারমা তরুণ-তরুণীরা।
সাংগ্রাই পোয়ে জল উৎসবে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ বলেন,‘মারমাদের এ উৎসব দেশের সংস্কৃতিকে উজ্জল করেছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশের বৈচিত্রপূর্ণ সংস্কৃতির খুঁজে পাওয়া যায়। এ উৎসব এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। এ দিনটির জন্য পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ অপেক্ষায় থাকে।’
এ সাংগ্রাই পোয়ে জল উৎসবে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান, অনুষ্টানের প্রধান আলোচক বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মারমা,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও অনুষ্টানে পরিচালক চুচুমং মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসাইন,সহ মারমাদের নেতৃত্বরা অতিথি ছিলেন।