চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী হাছনদন্ডি এলাকায় ইমামুল আউলিয়া আল্লামা ছৈয়দ মাওলানা জালাল আহমদ শাহ ও মাওলানা সুলতান আহমদ কামালী রহ: এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) হাছনদন্ডি দরবার শরীফে সুলতান ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ও মাওলানা খোরশেদ আলম রেজবীর সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ডা.মো.এনামুল হক। প্রধান আলোচক ছিলেন, জামিরজুরি রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আহমদ হোসেন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ জকরিয়া, মুনছুর আলম আল কাদেরী, আসিফ রায়হান কাদেরী। সুলতান ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ছৈয়দ মাওলানা ইয়াছিন আলী সুলতানীর পরিচালনায় ও ছৈয়দ মোহাম্মদ হোছাইন এর সঞ্চালনায় মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি ইউছুপ আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান,নুরুল আলম আনছারী, ওয়ার্ড আ.লীগের সভাপতি মো.জিয়া, সাধারণ সম্পাদক শেখ বারেক, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহীম, যুবলীগের সভাপতি মো.আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক আলমগীর, সদস্য আরিফুল ইসলাম, মো.ইদ্রিস প্রমুখ। মাহফিল শেষে সুলতান ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ছৈয়দ মাওলানা ইয়াছিন আলীর সুলতানীর নিজস্ব অর্থায়নে প্রায় ৭০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।