ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।
রোববার (৫ আগস্ট) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দুর্নীতি দমন ও অর্থ পাচার বন্ধে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য আসছেন তিনি।
ঢাকা সফরে দুদক চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে রিচার্ড নেফিউ।
আগামী মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
রিচার্ড নেফিউর বাংলাদেশ সফরটি সৌজন্যমূলক বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
যুক্তরাষ্ট্রের কূটনীতি ও বৈদেশিক অনুদানের ক্ষেত্রে দুর্নীতি দমনে কাজ করছেন তিনি। গত ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাকে পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক নিয়োগ দেন।
রিচার্ড নেফিউ সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন। বিশ্বের অংশীদার দেশগুলোর সরকার ও এনজিওর সঙ্গে দুর্নীতি রোধে কাজ করেন তিনি।