আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে সমুদ্র এলাকা থেকে ৪২ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :: | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ ০২:৩৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ৪২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

তবে এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সাড়ে ৫ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় । কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে অভিযান চলাকালীন বাংলাদেশের জলসীমায় একটি কাঠের নৌকা থেকে ফ্লোট লাগিয়ে প্লাস্টিকের বস্তা সমুদ্রে ফেলতে দেখা যায় । নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি না থেমে দ্রুত মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায় । পরে বস্তাটি উদ্ধার করে ৪২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় । জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।