আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

টানেল দর্শনার্থীদের জন্য নতুন আঙ্গিকে ভোজনবাড়ি

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা : | প্রকাশের সময় : শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ ০৬:৩৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

আনোয়ার প্রাণকেন্দ্র চাতুরী চৌমহনী বাজারের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু টানেল এপ্রোচ সড়কের মুখে দেশীয় খাবারের রেস্টুরেন্ট ভোজনবাড়ির নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। টানেল পরিদর্শনে আসা লোকজনের তৃপ্তি মেটাতে শুক্রবার বিকালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে  শুভ উদ্বোধন করা হলো ভোজনবাড়ি  রেস্টুরেন্টর। 

এসময় উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের প্রোপাইটর মো. ইয়াছিন হিরু, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব, জুঁইদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রীস, ব্যবসায়ী খায়ের আহমদ, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মাহতাব হোসেন জোয়েল, ব্যবসায়ী মোজাম্মেল, কাফকো সিবিএ'র সাংগঠনিক সম্পাদক মো মহসিন, যুবলীগ নেতা নঈম উদ্দিন, মোহাম্মদ নুর।

রেস্টুরেন্টের প্রোপাইটর মো ইয়াছিন হিরু বলেন, এখানে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সবার সাধ্যের মধ্যেই খাবারের মূল্য নির্ধারন থাকবে। সব শ্রেণির মানুষ এখানে নিজস্ব পছন্দের খাবার পাবে। প্রতি সোমবার থাকবে মেজবানি খাবারের বিশেষ আয়োজন।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুই শতাধিক মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়।

 



সবচেয়ে জনপ্রিয়