আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ১২:০৭:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

আগামী ৮ মে ১ম ধাপে অনুষ্ঠিতব্য মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম কুমার শর্মা, বিএনপি নেতা ও সাবেক বারইয়ারহাট পৌর মেয়র মো. জালাল উদ্দিন, প্রবাসী মোহাম্মদ মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, করেরহাট ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মদ, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, বিবি কুলছুমা চম্পা,  উম্মে কুলসুম কলি মনোনয়নপত্র দাখিল করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন বলেন, মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৭ এপ্রিল, মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। আগামী ৮ মে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । 

প্রসঙ্গত : পূর্বে পাহাড় পশ্চিমে সাগর আর মধ্যখানে অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ। মিরসরাইয়ে গড়ে উঠছে ৩০ হাজার একর জমি নিয়ে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’। যেখানে প্রায় ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। ভৌগলিক ও অর্থনৈতিক দিক থেকে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চোখ থাকবে সর্বমহলে। মিরসরাই উপজেলা ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। নির্বাচনে ১১৩ কেন্দ্রে ৮৩৮টি ভোট কক্ষে ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন, হিজড়া ভোটার ২ জন রয়েছেন।