আজ শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

চন্দনাইশে নৌকা-৪ ও স্বতন্ত্র- ৩ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : বুধবার ৫ জানুয়ারী ২০২২ ১১:০৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চন্দনাইশে গতকাল ৫ জানুয়ারী  অনুষ্টিত বাকী ৬ ইউনিয়নের নির্বাচনে  আওয়ামীলীগের দলীয় নৌকা  প্রতীকে ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) ৩ জন বেসরকারীভাবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

বৈলতলী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত এসএম সায়েম নৌকার প্রতিক নিয়ে ৭৮৪৫ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী (বর্তমান চেয়ারম্যান-আ’লীগের (বিদ্রোহী) আনোয়ারুল মোস্তফা দুলাল আনারস প্রতীক নিয়ে ৩৫২৪ ভোট পান। কাঞ্চনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল শুক্কুর আনারস প্রতীক নিয়ে ৬৬০২ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতিক নিয়ে এড.আবু ছালেহ পেয়েছেন ৪৫০২ ভোট । বরকল ইউনিয়নে স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী আবদুর রহীম আনারস প্রতীকে ৫৪০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতিক নিয়ে ফেরদৌউস ইসলাম খান ১৯৪৩ ভোট পান। বরমা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) খোরশেদুল আলম টিটু ঘোড়া প্রতীক নিয়ে ৪৪১৩ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকার প্রতিক নিয়ে (বর্তমান চেয়ারম্যান) নুরুল ইসলাম ৪০৪৩ পরাজিত হন। ধোপাছড়ি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীম নৌকার প্রতিক নিয়ে ৩১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী (বর্তমান চেয়ারম্যান, আ’লীগের বিদ্রোহী) এম.মোরশেদুল আলম আনারস প্রতীক নিয়ে-১৭১৫ ভোট পান। হাশিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খোরশেদ বিন ইছহাক নৌকার প্রতিক নিয়ে ৪৭৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী (বর্তমান চেয়ারম্যান-আ’লীগের বিদ্রোহী) আলমগীরুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে ২৩৭০ ভোট পেয়ে পরাজিত হন।



সবচেয়ে জনপ্রিয়