আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজডুবি, ৪ নাবিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১৯ মার্চ ২০২২ ১২:৪০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমিন্টের ক্লিংকারবাহী এমভি টিটু-১৪ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে জাহাজটির চার নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার করা হয়েছে আটজনকে। শনিবার (১৯ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার লে. কমান্ডার আশফাক বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড পূর্বজোন ও নৌপুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বহির্নোঙরের একটি মাদার ভেসেল থেকে ক্লিংকার বোঝাই করে লাইটার জাহাজটি নারায়ণগঞ্জের দিকে যাওয়ার সময় অন্য একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এসময় জাহাজের ১২ নাবিক সাগরে লাফ দেন। খবর পেয়ে কোস্টগার্ড সাত নাবিককে উদ্ধার করে। অন্য একটি লাইটার জাহাজের নাবিকরাএকজনকে উদ্ধার করেন। তবে এখনো চার নাবিক নিখোঁজ রয়েছেন।

সদরঘাট নৌথানার ওসি এবিএম মিজানুর রহমান ঘটনার সত্যত নিশ্চিত করে জানান, কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়