ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত এসপিএল প্রকল্পের ইয়াং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ক্লাস ২৩ এর চট্টগ্রাম দক্ষিণ জেলা মাল্টিপার্টির দুই ফেলো যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ফেলো এডভোকেট কামেলা খানম রুপা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ফেলো মোহাম্মদ কপিল উদ্দিন এর আয়োজনে দক্ষিণ চট্টগ্রামের “স্থানীয় সমস্য চিহ্নিতকরণ শীর্ষক কর্মশালা” ১৩ আগষ্ট,২০২৩,রবিবার ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের কনফারেন্স হলে অনুষ্টিত হয় ।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন মুসলেহ উদ্দিন মনসুর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের প্রেসিডেন্ট মাস্টার ট্রেইনার প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়,দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট পটিয়ার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক ও ফেলো মোহাম্মদ মামুনুর রশিদ । আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: সদরুল আমিন, রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান, ইলেকটোরাল প্রোগ্রাম অ্যাসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি, সিনিয়র অপারেশনস অ্যাসিসট্যান্ট আবুল হাসান চৌধুরী রনি । কর্মশালায় অংশ গ্রহনকারীরা চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার স্থানীয় সমস্যা গুলো চিহ্নিত করেন এবং সে সমস্যা গুলো আশু সমাধানের জন্য সুপারিশ
কর্মশালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়াং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ২৩তম ক্লাসের চট্টগ্রাম দক্ষিণ জেলার মাল্টিপার্টির দুই ফেলো চিহ্নিত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সরকার ও প্রশাসনকে পিটিশন প্রদানকল্পে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য গন স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । কর্মশালায় আশা প্রকাশ করা হয়েছে যে, দক্ষিণ চট্টগ্রামের সংশ্লিষ্ট উপজেলার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলে মিলে সমন্নিত পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন করার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করেন, সমাজের সচেতন নাগরিক ও রাজনৈতিক ফেলোরা।কর্মশালায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা হতে ২০ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন