আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়া বাসটার্মিনালে চাঁদাবাজি বন্ধে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গঠিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৭ অক্টোবর ২০২২ ০৯:১২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

পৌর বাসটার্মিনালকে কেন্দ্র করে অবৈধ চাঁদাবাজি, যাত্রী হয়রানি, জবরদখল রুখতে আরাকান সড়ক পরিবহণের আওতাধীন কক্সবাজারের বৃহত্তর চকরিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠন করা হয়। শুক্রবার (৭ অক্টোবর) বিকালে শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালস্থ আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় এ কমিটি গঠন করা হয় আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতি ও লামা-আলীকদম রোড কমিটির সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। জানাগেছে, চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালে চাঁদাবাজি বন্ধে এই প্রথম একযোগে মালিক-শ্রমিক নেতারা উদ্যোগী হয়েছেন। তাদের অধীনস্থ সড়ক পরিবহণের সংগঠন চাঁদাবাজি, যাত্রী হয়রানি ও জবর-দখল বন্ধে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও টার্মিনালে চাঁদা সম্পূর্ণরূপে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চাঁদার বিরুদ্ধে অভিযানও শুরু হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা। উক্ত সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে নব-নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন, আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলামকে সভাপতি, আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক কামাল আজাদকে সিনিয়র সহ-সভাপতি, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদকে সাধারণ সম্পাদক, লামা-আলীকদম রোড কমিটির সম্পাদক রফিক উদ্দিনকে সহ সাধারণ সম্পাদক, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজকে অর্থ সম্পাদক করা হয়েছে। এছাড়াও উক্ত কমিটিতে চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোসেন কোম্পানি, সদস্য, চকরিয়া-লামা-আলীকদম জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ সদস্য ও লামা-আলীকদম রোড কমিটির সভাপতি রফিক আহমদকে সদস্য করে ৮ (আট) সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়েছে।##