কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় গত ৩৬ ঘণ্টার মধ্যে পুকুরের পানিতে ডুবে তিন কন্যা শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
রোববার (২জুন) দুপুরে চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে অসাবধান বশত পুকুরে ডুবে আরুয়া নামে দুই বছরের এক কন্যা শিশু মারা যান।
মারা যাওয়া শিশু আরুয়া চকরিয়া পৌরসভা ৭নম্বর ওয়ার্ড মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও হারবাং হামেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেনের মেয়ে।ঘটনার দিন রোববার সন্ধ্যায় স্থানীয় জামে মসজিদ মাঠে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
অপরদিকে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া (৪) ও সিজাত মনিরা (৩) নামে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর সম্পর্কে খালা-ভাগনি। মারা যাওয়া শিশু কন্যা জান্নাতুল মাওয়া পেকুয়া বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকার জহিরুল আলমের মেয়ে এবং তার নাতনি সিজাত মনিরা একই উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী গ্রামের বেলাল উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। চকরিয়া ও পেকুয়া উপজেলায় গত ৩৬ ঘন্টার মধ্যে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু বিষয়টি সবার হৃদয়ে নাড়া দেয়। পরিবারের মাঝে চলছে শোকের মাতম। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।