আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
ডুবুরিদল ও ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতা অব্যাহত

চকরিয়ায় মাতামুহুরী নদীতে সাঁতার কেটে মাছ ধরার ঝাক ঘিরতে গিয়ে ২ যুবক নিখোঁজ

এম.মনছুর আলম, চকরিয়া : | প্রকাশের সময় : বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ০৪:৪১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে সাঁতার কেটে মাছ ধরার ঝাক ঘিরতে গিয়ে মো: মনছুর আলম (২১) ও মোহাম্মদ মুবিন (১৮) নামে দুই যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৬ ঘন্টা পার হওয়ার পরেও এখনো তাদের কোন সন্ধান মেলেনি। ডুবরিদল ও ফাঁয়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় এলাকাবাসী নিখোঁজদের উদ্ধারে অভিযান তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

 

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার বেতুয়া বাজার ব্রীজের পাশোক্ত মাতামুহুরী নদীর আনিচপাড়া পয়েন্ট এ নিখোঁজের ঘটনা ঘটে। 

 

পূ্র্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না মাতামুহুরী নদীতে নিখোঁজ দুই  যুবকের সত্যতা নিশ্চিত করেছেন। 

 

নিখোঁজ দুই যুবকেরা হলেন, উপজেলার পূ্র্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাগাজী সিকদার পাড়া গ্রামের ইদ্রিস মিয়া'র পুত্র মো: মনছুর আলম (২১) ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সেকান্দার পাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মোহাম্মদ মুবিন (১৮)।

 

স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার সকাল ৯টার দিকে বেতুয়া বাজার ব্রীজের পাশোক্ত মাতামুহুরী নদীর আনিচপাড়া পয়েন্টে ৫-৬ জন যুবক সাঁতার কেটে মাছ ধরার ঝাক ঘিরতে গেলে মনছুর আলম ও মোহাম্মদ মুবিন নামে দুই যুবক নিখোঁজ হয়। এসময় তাদের সাথে যাওয়া অপর সহপাঠীরা না দেখে হতভম্ব হয়ে পড়েন। পরে তাঁরা নদীতে নিখোঁজ হওয়া যুবকদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। মাতামুহুরী নদীতে দুই যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি স্থানীয় এলাকাবাসীর কাছে পৌঁছলে স্থানীয়রা চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরিদল, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় এলাকাবাসী নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নিখোঁজের ৬ ঘন্টা অতিবাহিত  হওয়ার পরেও এখনো তাদের কোন সন্ধান মেলেনি। এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রয়েছে।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মাতামুহুরী নদীতে নিখোঁজ দুই যুবকদের উদ্ধারে  ডুবুরিদল, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।