আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

গুলি-মর্টার শেলের শব্দে টেকনাফ সীমান্তে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ৯ মার্চ ২০২৪ ০১:৩৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

গুলি-মর্টার শেলের শব্দে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের মানুষের মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে।

 

শুক্রবার (৮ মার্চ) মধ্যরাত থেকে মিয়ানমারের রাখাইনে রাতভর গোলাগুলি চলেছে। ফলে এ পাড়ের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায় বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

 

স্থানীয়রা জানান, টানা কয়েকদিন ধরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমারের রাখাইনে চলমান সহিংস ঘটনায় মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে।

 

জানা গেছে, টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়া, লম্বাবিল, উনচিপ্রাং, কাঞ্জরপাড়া, হ্নীলা মৌলভিপাড়া, ওয়াব্রাং, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, ফুলের ডেইল এলাকায় সীমান্তের ওপারে থেমে থেমে গুলি ও মর্টার শেলের শব্দ পাওয়া যায়। হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের ওপারের মিয়ানমারের কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা গ্রামে সংঘর্ষ চলছে।