আজ সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ই আশ্বিন ১৪৩০

খাওয়ার সময় যে মাক্স খুলতে হবে না

Author BELAYET HOSSAIN | প্রকাশের সময় : শনিবার ৫ ফেব্রুয়ারী ২০২২ ০৪:২৫:০০ অপরাহ্ন | এক্সক্লুসিভ
  • করোনা সংক্রমণের কারণে গত দুই বছরে মানুষের জীবনের দৈনন্দিন অংশ হয়ে গেছে মাস্ক। বিশেষজ্ঞদের মতে, করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। গত দুই বছরে মাস্কের ব্যবহার যেমন বেড়েছে তেমনি এটা নিয়ে চলছে নানা পরীক্ষা–নিরীক্ষাও। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার তৈরি একটি মাস্ক সবার নজর কেড়েছে। ‘কোস্ক’ নামের এই মাস্কে পরলে নাক-মুখ একসঙ্গে ঢাকা থাকে না। শুধুমাত্র নাকটুকুই ঢাকা থাকে। ইতিমধ্যে মাস্কটি অনেক জনপ্রিয় হয়েছে।  তবে দেশটিতে এ মাস্ক নিয়ে বিতর্কও কম হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা অ্যাটম্যান তৈরি করেছে এ অভিনব মাস্কটি। কোরিয়ার ভাষায় ‘কো’ শব্দের অর্থ নাক। 'কো’ আর ‘মাস্ক’ মিলে হয়েছে ‘কোস্ক’।

জনপ্রিয়তার কারণ-

সাধারণত মাস্ক পরে থাকলে খাওয়া যায় না। খাওয়ার সময়ে এটা সরিয়ে নিতে হয়। কিন্তু কোস্কে সেই অসুবিধা নেই।  এটি পরেও খাওয়াদাওয়া করা যায়। বরং খাওয়ার সময়েও কিছুটা সুরক্ষিত রাখা যায় নিজেকে। অন্তত নাক দিয়ে যে জীবাণু প্রবেশ করবে না শরীরে, সেটুকু নিশ্চিত।

কিন্তু এটি নিয়ে নানা রকম মত আছে ইন্টারনেটে। অনেকেই এ মাস্কের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

অনেকে বলছেন, এটিতে যেহেতু মুখ ঢেকে রাখার সুযোগ রয়েছে, তাই এটি দরকার অনুযায়ী খুলে মুখও ঢেকে রাখা যায়। ফলে, দুটি কাজই একসঙ্গে হয়। আর খাবার খাওয়ার সময় তো নাকটুকু ঢাকা থাকছেই। তাতে কিছুটা হলেও অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাচ্ছে, যা অন্য মাস্কে পাওয়া যায় না।

আবার কেউ কেউ বলছেন, এ মাস্কের পুরোটাই স্টাইল। খাওয়ার সময় নাক খুলে রাখলেও বিশেষ ক্ষতি হয় না। আর এ মাস্ক পরে অনেকেই সব সময় মুখ খুলে রাখছেন। এ কারণে কোনো কাজই হচ্ছে না।

তবে মাস্কটি নিয়ে আলোচনা, সমালোচনা যাই যাকুক না কেন এরই মধ্যে এর বিক্রি বেড়ে ।