আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টদের বিস্ময়কর সাফল্য

বেলাল আহমদ, নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ মার্চ ২০২৪ ০৪:৩৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মঙ্গলবার(৫ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো জিমনেসিয়াম (এনএসসি)পল্টন এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ১ম আন্তঃ স্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগীতা ২০২৪ ইং বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরি শিক্ষানবিশ ও দ্বিতীয় ক্যাটাগরি প্রফেশনাল। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাটাগরি প্রফেশনালে অংশগ্রহণ করে। এতে ছেলেদের ৫টি ইভেন্ট এবং মেয়েদের ৫টি

ইভেন্টে প্রতিযোগিতা হয়। এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৫৬টি স্কুলের ২৫০ জন

প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগীতায় মোট ৩০টি পদকের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ২৫টি পদক অর্জন করে। এর মধ্যে বালক স্বর্ণ-৫টি, রৌপ্য- ৪টি ও ব্রোঞ্জ-৪টি এবং বালিকা স্বর্ণ-৫টি, রৌপ্য ৪টি ও ব্রোঞ্জ- ৩টি। সর্বমোট স্বর্ণ-১০টি, রৌপ্য- ৮টি ও ব্রোঞ্জ ৭টি। 

এছাড়াও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের বালক ও বালিকা উভয় দলই দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রথম রানার্স আপ এবং দিনাজপুর জেলা ও ঈদগা উচ্চ বিদ্যালয় যৌথভাবে দ্বিতীয় রানার্স আপ হয়।আন্তঃস্কুল জিমন্যাস্টিকস শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মহিলা ক্রীড়াসংস্থার সভাপতি মাহবুব আরা গিনি।