আজ বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ই চৈত্র ১৪২৯

কুতুবদিয়ায় স্বাস্থ্যবিধি মেনে হবে মালেক শাহ ফাতিহা শরীফ

কুতুবদিয়া প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারী ২০২২ ০৮:৩৫:৫৪ অপরাহ্ন | দেশ প্রান্তর

কুতুবদিয়ার হযরত শাহ আবদুল মালেক আল-কুতুবী (রহঃ) ২২ তম ফাতিহা শরীফ ১৯ ফেব্রুয়ারী স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ফাতিহা শরীফ সফল করার লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আ'লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক শ্রাবন্তী রায়, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ওমর হায়দার,দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দীন আজাদ, কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক শাহ আবদুল করিম প্রমূক। সভায় জেলা প্রশাসক জানান, আগামী ১৯ শে ফেব্রুয়ারী অলিকুল সম্রাট শাহ আব্দুল মালেক মহিউদ্দিন আল কুতুবী (রহ) এর ২২ তম বার্ষিক ফাতেহা শরিফ কুতুব শরিফ দরবারে অনুষ্ঠিত হবে। করোনা মহামারী বৃদ্ধির কারণে বিধিনিষেধ মেনেই পালন করতে হবে। কোন অবস্থাতেই অস্থায়ী দোকানপাট, মেলা বসানো যাবেনা। সবাইকে মাক্স পরিধানসহ যথাযথ স্বাস্থবিধি মেনে চলতে হবে। যথাসম্ভব জনসমাগম কমাতে হবে। মাহফিল প্রাঙ্গনে সমাজিক দুরত্ব বজায় রাখতে হবে। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিকে স্বাস্থ্যবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ,আনসার, গ্রাম পুলিশসহ দরবার কর্তৃপক্ষের নিজস্ব সেচ্ছাসেবক থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী।