আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কর্ণফুলীতে যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকারের ক্ষমতাই হয়েছে: ফারুক চৌধুরী

মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী : | প্রকাশের সময় : শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যত সব উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ সরকার এবং ভূমিমন্ত্র আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের হাতে হয়েছে বলে দাবি করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী। 

কর্ণফুলী উপজেলায় চলমান ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ধারাবাহিকতায়

চরপাথরঘাটা ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ডের সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭সেপ্টেম্বর) বিকালে চারটায় চরপাথরঘাটা ইউনিয়নের তোতার বাপের হাটস্থ আপন সাহেব এর মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ সভাপতিত্বে এবং কামাল আহমেদ রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত

 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও কর্ণফুলী  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

 

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি।

 

 প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ছাবের আহমদ, নুরুল আলম মেম্বার, মাষ্টার হাফেজ আহমদ, এম এ মারুফ, মোঃ আবুল কালাম, জাহাঙ্গীর আলম ওয়াহেদ, নুর আহমদ, মনির আহমদ মার্শাল, জাকির আহমদ মামুন, শাহেদুর রহমান সাহেদ, বানাজা বেগম নিশি, সাজ্জাদ হোসেন সাজিদ প্রমুখসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এসময় ওয়ার্ডের তৃণমূল থেকে আসা আওয়ামী লীগের নেতা কর্মীদের কন্ঠ ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে জরিপ চালানো হয়। জরিপ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে চরপাথরঘাটা ১, ২ ও ৩ ওয়ার্ডের কমিটি ঘোষণা হবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা যায়।