চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ি পোড়ানো ও অগ্নি সংযোগের ঘটনায় জড়িত মো. নূর আলমকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (০৪ নভেম্বর) রাতে কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (০৫ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৭, এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি নূর আলম পটিয়া উপজেলার কুটিরপাড়া এলাকার মোঃ এনায়েত আলীর ছেলে।
র্যাব জানায়, আসামি ভেল্লাপাড়া এলাকায় অবস্থান করছে। গোপন সংবাদে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ওই এলাকায় অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি অংশগ্রহণ করে বলে স্বীকার করেন।জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, মামলা রুজু হওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে আত্মগোপন করে অবস্থান করে আসছিল।
উল্লেখ, গত ১ নভেম্বর অবরোধ চলাকালীন সময় ভেল্লাপাড়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর -০৩।
ওই মামলায় এখন পর্যন্ত নুরুল আলমসহ ওই মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অন্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।