চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুতে শহরগামী একটি চলন্ত মিনিট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাকটির ইঞ্জিন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ইউনুছ মার্কেটের ওভারব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা সূত্র বলছে, অগ্নিকাণ্ডের পর চালক, দ্রুত গাড়ি থেকে নেমে যায়। তার কোনো ক্ষতি হয়নি।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত ট্রাকটিতে ইঞ্জিন থেকে আগুন লাগে বলে জানা গেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ঘটনার বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন বলেন, আমাদের কাছে ৭টা ২৮ মিনিটে ফোন আসে ৭টা ২৯ মিনিটে আমরা গাড়ি রান করি। কিন্তু মইজ্জ্যারটেকে এসে আমরা যানজটে আটকে পড়ি। তখন লামা ফায়ার সার্ভিসকে ফোন করলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।