আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ

ইমাম খাইর, সিবিএন : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ অগাস্ট ২০২২ ০৬:০৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন বিদায়ী পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপারকে পরম যত্নসহকারে চেয়ারে বসিয়ে দেন বিদায়ী পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। তিনি নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সর্বাঙ্গীণ মঙ্গল ও সফলতা কামনা করেন।

উল্লেখ্য, মোঃ মাহফুজুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার ছিলেন।

মোঃ হাসানুজ্জামান পিপিএম (সেবা) (৭৬০৩০২৭৮৩৯) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) পদোন্নতি পেয়েছেন। 

তিনি ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর কক্সবাজারে যোগদান করেন। বিসিএস (পুলিশ) ২২তম ব্যাচের সদস্য হাসানুজ্জামান দেশের সর্ববৃহৎ চালান ১৭ লক্ষ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। ওই সময় নগদ এক কোটি ৭১ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা জব্দ করে দৃষ্টান্ত স্থাপন করেন।