কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
শপথ গ্রহণকারীরা হলেন, ইসলামপুরের মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামাবাদের আব্দুর রাজ্জাক, ঈদগাঁওর সোহেল জাহান চৌধুরী, জালালাবাদের মো. আলমগীর তাজ জনি ও পোকখালীর রফিক আহমদ।
শপথ অনুষ্ঠানের পর চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এরপর নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়ে আপনাদের চেয়ারম্যান নির্বাচিত করেছে। সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদের। দায়িত্ব পালনে কোনভাবে অবহেলা করা যাবে না। ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অবক্ষয়রোধে কঠোর হতে হবে। অন্যায়ের সাথে কোন ধরণের আপোষ করা যাবে না। মাদক, বাল্যবিবাহ, পাহাড় কাটা ইত্যাদি অপরাধ কর্মের বিরুদ্ধে কঠোর হবেন।
ডিসি বলেন, নতুন উপজেলা হিসেবে অনেক কিছু অপূর্ণতা থাকবে। এর মাঝেও সর্বস্তরের মানুষের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করার দায়িত্ব আপনাদের।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তালেব উপস্থিত ছিলেন। তাকেও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
একই দিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউএনও সুবল চাকমা তাদের শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ইসলামপুর, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।