আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের

আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার, প্রধান সমন্বয়কারী এডভোকেট জহুরুল আলম

আইন-আদালত ডেস্ক : | প্রকাশের সময় : রবিবার ২৩ জুলাই ২০২৩ ১০:২৪:০০ অপরাহ্ন | আইন-আদালত

বর্তমান সরকারের পদত্যাগ,পার্লামেন্ট বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বেগম খালেদা জিয়া সহ রাজ বন্দিদের মুক্তির দাবীতে বিএনপির নেতৃত্বে চলমান একদফা আন্দোলনে সরকারের বিরুদ্ধে আন্দোলন কারী বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীগণের সমন্বয়ে ২৩ জুলাই ২০২৩ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সিনিয়র সদস্য বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট মকবুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হাসান আলী  চৌধুরীর সঞ্চালনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত সকল আইনজীবীগণের মতামত, পরামর্শের ভিত্তিতে  সাধারণ সভার সর্ব সম্মতিক্রমে সিনিয়র আইনজীবী সাবেক চট্টগ্রাম মহানগর পিপি  এডভোকেট আবদুস সাত্তারকে আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ জহুরুল আলমকে প্রধান সমন্বয়কারী (সদস্য সচিব) করে ইউনাইটেড লইয়ার্স  ফ্রন্ট  ফ্রন্ট গঠন করা হয়। তারা আগামী ২ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

 

উল্লেখ্য যে, বর্তমান সরকারের পদত্যাগ,পার্লামেন্ট বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বেগম খালেদা জিয়া সহ রাজ বন্দিদের মুক্তির দাবীতে বিএনপির নেতৃত্বে চলমান একদফা আন্দোলনে সরকারের বিরুদ্ধে আন্দোলন কারী বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীগণের সমন্বয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখা ও ঢাকা জেলা আইনজীবী সমিতিতে ইউনাইটেড লইয়ার্স ফন্ট গঠন করা হয়।