বান্দরবনের আলীকদম উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ৩টি ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে। একটি ইউনিয়ন দুর্গম হওয়ায় ফলাফল এখনো পাওয়া যায়নি।
রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আলীকদম উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রবিবার রাত সাড়ে ৮ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী জানান,
চেয়ারম্যান পদে আলীকদম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন ৩৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী আনোয়ার জিহাদ পেয়েছেন ৩০২২ ভোট।
চৈক্ষ্যং ইউপিতে বিএনপিপন্থী প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীক নিয়ে ৩৪১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগ প্রার্থী ফেরদৌস রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৮৫ ভোট।
নয়াপাড়া ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী কফিল উদ্দিন আনারস প্রতীক নিয়ে ২৪৩৩ পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি আ.লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৫৪ ভোট।
রবিবারের নির্বাচনে আলীকদমের চার ইউনিয়নে আ.লীগ ও আ.লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ১১২ জন ও সংরক্ষীত নারী পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বদ্ধিতা করেন। চার ইউনিয়নের মধ্যে ১নং আলীকদমে ১০৮৬০ জন, ২নং চৈক্ষ্যং-এ ৮৬৬২ জন, ৩নং নয়াপড়ায় ৫৪৪৯ জন ও ৪নং কুরুকপাতা ইউনিয়নে ৫৮০৭ জন ভোটার রয়েছে।