আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আর্থিক প্রতিষ্ঠানেও ঋণের সুদহার বাড়াল

অর্থনীতি ডেস্ক: | প্রকাশের সময় : রবিবার ৮ অক্টোবর ২০২৩ ০৭:১৮:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ঋণের সুদহার বাড়ানো হয়েছে।

 

রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

 

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের ঋণের ক্ষেত্রে ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ রেট বাড়িয়ে সাড়ে ৫ শতাংশে উন্নীত করা হয়েছে। একইসঙ্গে আমানতের সুদহার নির্ধারণে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ আড়াই শতাংশ মার্জিন যোগ করতে পারবে।

 

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, সেপ্টেম্বর মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে অক্টোবর মাসে ঋণ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে আমানতে আড়াই শতাংশ হারে মার্জিন যোগ করতে পারবে। সেই হিসেবে, চলতি মাসে এনবিএফআই’র সর্বোচ্চ সুদহার হবে ১২ দশমিক ৭০ শতাংশ এবং আমানতে ৯ দশমিক ৭০ শতাংশ।

 

এর আগে, গত ৫ অক্টোবর ঋণের সুদহার বাড়ানোর ঘোষণা দিয়ে এ সংক্রান্ত সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, এখন থেকে ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ রেট বাড়িয়ে সাড়ে ৩ শতাংশে উন্নীত করা হয়েছে। পাশাপাশি প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশের বদলে সর্বোচ্চ আড়াই শতাংশ মার্জিন যোগ করতে হবে।