আজ সোমবার ১৪ অক্টোবর ২০২৪, ২৮শে আশ্বিন ১৪৩১

আনোয়ারায় নিখোঁজের চার দিনেও সন্ধ্যান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী রায়হানের

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০৮:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর
নিখোঁজ রায়হান উদ্দিন

আনোয়ারায় রায়হান উদ্দিন(১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের চার দিনেও কোঁজ মেলেনি। নিখোঁজ রায়হান উদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড় গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তার মায়ের নাম মমতাজ বেগম। রায়হান উদ্দিন মাদ্রাসা-এ আরবিয়া খাইরিয়ার হেফজ বিভাগের শিক্ষার্থী। গত শুক্রবার বিকালে সে নিখোঁজ হলে রবিবার আনোয়ারা থানায় তার বড় বোন ইয়াছমিন আক্তার একটি নিখোঁজ ডায়েরী করেন।

রায়হান উদ্দিনের বোন ইয়াছমিন আক্তার বলেন, শুক্রবার রায়হান আমার শ^শুরবাড়ি জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ খুরুস্কুল গ্রামের বেড়াতে যায়। বিকালে সেখান থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। তার পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল। অনেক খোঁজাখুঁজির পরও আমার ভাইয়ের সন্ধ্যান পাওয়া যাচ্ছেনা। আমি ভাইকে ফিরে পেতে প্রশাসন ও সকলের সহযোগিতা কামনা করছি। কেও সন্ধ্যান পেলে আমার ০১৮১২০২৪৬৬৩, ০১৮৭২২৮৭৫৯৬ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোদ জানাচ্ছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ বলেন, রায়হান উদ্দিন নামের এক শিশু নিখোঁজের ডায়েরী করেছেন তার বোন। পুলিশ শিশুটিকে খোঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান করছে।