আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনার দুইদিন পর থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : শনিবার ২ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৩০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

আনোয়ারায় ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম শামীমের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনতাইয়ের ঘটনার দুইদিন পর  ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ভুক্তভোগী সাইফুল ইসলাম শামীম বাদী হয়ে আনোয়ারা থানায় এই মামলা দায়ের করেন। গত বুধবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া এলাকায় এঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, ডিবিসহ সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা ভাল সংবাদ জানাতে পারব।

উল্লেখ্য গত বুধবার রাতে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম শামীম নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে ডিবি পরিচয়ে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।



সবচেয়ে জনপ্রিয়