অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণের বাতিঘর জেলা লিগ্যাল এইড অফিস লিগ্যাল এইড কমিটির সভায় সিনিয়র জেলা জজ ড. আজিজ আহম্মদ ভূঞা।
অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণের আইনি অধিকার প্রতিষ্ঠায় সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে। সংস্থার অধীন জেলা লিগ্যাল অফিস স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে স্মার্ট আইনি সেবা প্রদান করে যাচ্ছে। সরকারি এ সেবা তৃণমূলের অসচ্ছল বিচার প্রার্থীর দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিস অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণের আইনের বাতিঘর। ৩১ অক্টোবর, ২০২৩ বিকাল ৪.০০ ঘটিকায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ২০২৩খ্রিঃ ১০ম মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আজিজ আহমদ ভূঞা। জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) জনাব মুহাম্মদ ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনাব মুরাদ-এ মাওলা সোহেল, বিজ্ঞ বিচারক(সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১, চট্টগ্রাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কাজী সহিদুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ জনাব শামছুল আরেফিন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আল-নাসীফ, বিজ্ঞ ভারপ্রাপ্ত নেজারত ইনচার্জ জনাব মোহাম্মদ খাইরুল আমীন,বিজ্ঞ মেট্রোগুলিন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ অলি উল্লাহ, সিনিয়র জেল সুপার জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন, বিজ্ঞ জেলা পিপি এড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বিজ্ঞ মহানগর পিপি এড. আব্দুর রশিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহ-পরিচালক জনাব দিলুরুবা বেগম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কামরুল পাশা ভূঞা, ব্লাস্ট এর সমন্বয়কারী এড. রেজাউল করিম চৌধুরী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, এছাড়া জেলা লিগ্যাল এইড চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমূখ। সভায় বিগত তিন মাস জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে ইন্টার্ণশীপের সমাপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র জনাব মনিরুল ইসলাম এবং চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্রী উম্মে হুমায়রাকে সনদ ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।