আজ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১
সাতকানিয়ায় দোয়া মাহফিলে অধ্যাপক নুরুল্লাহ

অবিলম্বে সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতারের দাবি

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ০৬:৪১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম  আলিফের  মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গতকাল শনিবার কেরানীহাটস্থ সিটি সেন্টার ইউনিয়ন জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিন জেলা নায়েবে আমির অধ্যাপক নুরুল্লাহ বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকনের নৃশংস হামলায় ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। অবিলম্বে  শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারিদের বিচারের দাবি জানান। এবং এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হত্যাচেষ্টার ঘটনা খতিয়ে দেখার দাবি জানান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিন জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য রফিকুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আবুল ফয়েজ। ইউনিয়ন জামায়াতের সভাপতি নিজামুদ্দিনের সভাপতিত্বে এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম জাবেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়ন জামায়াতের  সেক্রেটারি  মোহাম্মদ ওসমান  আবুল কাশেম, মাহবুব, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন প্রমুখ।