আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

৩১ দফা বাস্তবায়নে আনোয়ারায় বিএনপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : শনিবার ২ নভেম্বর ২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এড. লোকমান শাহ

রাষ্ট্রকাঠামো মেরামতে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও দলকে সু-সংগঠিত করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে বৈরাগ গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেশ নেত্রী খালেদা জিয়া মুক্তি আন্দোলনের সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী এড. লোকমান শাহ।

সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শাবলু ও মফিজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, প্রবীন বিএনপি নেতা কবির উদ্দিন ও মামুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম লিটন, আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, আবদুল মুবিন, আবদুল শুক্কুর, কাজী আলমগীর, মামুন, মোঃ মহিউদ্দিন, কাজী সেলিম,সাগর ও আবদুল হক।

সভায় বক্তারা বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার সরকার জনগণের বক স্বাধীনতা হরন করেছে। ভোটের অধিকার হরন করেছে। বাকশালী শাসন কায়েম করেছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ রাহু মুক্ত হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের দক্ষ ও বিচক্ষণতায় এই আন্দোলন সফল হয়েছে। এখন দেশকে সংস্কার করতে হলে ৩১ দফার বিকল্প নেই। দলকে সু-সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।