সীমান্ত উপজেলা টেকনাফে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফার সমর্থনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (৪ আগস্ট) দুপুর দুইটায় টেকনাফ পৌরসভার প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীদের হত্যা, হামলা-মামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে শত শত সাধারণ শিক্ষার্থী ও জনগন এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।
এ সময় বিক্ষোভ থেকে 'এক দফা, এক দাবি শেখ হাসিনা কবে যাবি' সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা পৌর এালাকা।
পৌরসভার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে টেকনাফ ফোয়ারা চত্বরে মিলিত হয়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ হামলা চালিয়ে আমাদের ভাইদের হত্যা করেছে। নির্বিচারে গুলি চালিয়েছে। আমাদের ভাইদের রক্ত বৃথা যেথে দেবনা। প্রত্যোক হত্যার বিচার চাই। তাই আন্দোলনের নেতৃবৃন্দরা যে এক দফা কর্মসুচী দিয়েছে তার প্রতি সমর্থন জানিয়ে বক্তারা আরো বলেন, দেশের সর্ব দক্ষিণ সীমান্ত থেকে এই সরকারের পতন আন্দোলনের স্রোত শুরু হয়েছে। আর কেউ এই ছাত্র জনতা ও তারুণ্য শক্তিকে দমিয়ে রাখতে পারবেনা।
সভায় বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান মাহমুদ সাকিব, চট্টগ্রাম সরকারি কলেজের মোরশেদ আলম ও কক্সবাজার সরকারি কলেজের ছাত্র মো. বাহা উদ্দিন প্রমুখ।
এদিকে টেকনাফ পৌরসভা আওয়ামী লীগ কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচী ও ভিক্ষোভ মিছিল করেছে।
রোববার দুপুরে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে কর্মসূচী পালন করা হয়। এসময় টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান সরওয়ার আলমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।