নাগরিক সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম গতিশীল করার প্রত্যয়ে সন্দ্বীপ পৌরসভার প্রশাসক ও সদস্যদের ১ম মাসিক সভা ৩০ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মাসিক সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিটভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা, সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মানস বিশ্বাস, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিরুল ইসলাম ভূইয়া , উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহসিন আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
মাসিক সভায় জনকল্যাণমূলক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়
জরুরি নাগরিক সেবা ( জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ইত্যাদি) যথাযথ ও দ্রুততার সাথে প্রদান নিশ্চিতকরণ। অকোজো সোলার স্ট্রীট লাইটগুলোর তালিকা প্রণয়নপূর্বক তা সচল করা ও লাইটের ওপর গাছের ডালপালা থাকলে তা ছাটাঁই করা।
আবুল কাশেম সন্দ্বীপি সড়ক’ এর দুই পার্শ্বে গাছের ঝোঁপঝাড়, ময়লা আর্বজনা পরিষ্কার রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কের দুই পাশে গাড়ী চলাচলের অসুবিধার জন্য মাটি দিয়ে সাইট ফিলিং করে প্রশস্ত করে লাইটিং এর ব্যবস্থা। রহমতপুর হতে এনাম নাহার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে ড্রেন ও দোকানের সামনে যত্রতত্র ময়লা ফেলা এবং অযাচিত যানবাহন পার্কিং করে ট্রাফিক যানজট সৃষ্টির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা। বাজার ও মহল্লার চাহিদা নিরূপনপূর্বক ডাস্টবিন স্থাপনের এবং ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার জন্য সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা।পৌর এলাকায় প্রত্যেকটি হাট বাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী দ্বারা ড্রেন, বাজারের ময়লা আবর্জনা গুলো পরিষ্কার রাখা এবং লাইটিং এর ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকায় রুটিনভিত্তিক নিয়মিত মশক নিধন স্প্রে করা। নাগরিকের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় এবং পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে সন্দ্বীপের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে পৌরসভার পশ্চিমপার্শ্বে ০১ নং ওয়ার্ডে সুইচগেট সংলগ্ন রহমতপুরে একটি পার্ক স্থাপনের প্রকল্প গ্রহণ করা। হাট উন্নয়নের মাধ্যমের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নাজির হাট বাজারে একটি মার্কেট ভবন স্থাপনের প্রকল্প গ্রহণ করা। চলমান অবকাঠামোগত উন্নয়নমূলক প্রকল্পসমূহের মান বজায় রাখার জন্য তদারকি বৃদ্ধির পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে উন্নায়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ওয়ার্ড কমিটির প্রস্তাবের আলোকে প্রকৃতপক্ষে স্থানীয় চাহিদা ও অগ্রাধিকারভিত্তিতে প্রকল্প গ্রহণের করা। পৌর কর, ট্রেড লাইসেন্স ফি, হাটবাজারের বকেয়া কর আদায়ের জন্য চূড়ান্ত তাগিদপত্র প্রেরণ ও মাইকিং করা এবং পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা।