বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের আয়োজনে জেন্ডার বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, যৌনহয়রানী ও বাল্যবিবাহ প্রতিরোধে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক কর্মশালা ১৭-২১ এপ্রিল ২০২৪, বাংলাদেশ নারী প্রগতি সংঘের এনাম নাহার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারী প্রগতি সংঘ যে লক্ষ্য উদ্যোশ্য নিয়ে কাজ করে তার উপর ভিত্তি করে একটি নাটক তৈরি করা হয়। যেমন বিদ্যমান সমাজ ব্যবস্থায় নারী পুরুষের বৈষম্য, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং যৌনহয়রানি প্রতিরোধ, উত্তরাধিকার সম্পত্তিতে নারীর অধিকারের মত বিষয়ের উপর নাটক তৈরি করা হয়। নাটকটি তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টির জন্য নারী প্রগতি সংঘের বিভিন্ন কর্মএলাকায় প্রদর্শন করা হয়। বিশিষ্ট নাট্যকার সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম শিল্পী কর্মশালায় মুল সহায়কের দায়িত্ব পালন করেন। পরিচালনায় ছিলেন নটরাজ কামাল উদ্দিন তালুকদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অনুপম রায়, লিমন রায়, মর্জিনা বেগম, তপুরায়, বেদান্ত, মোঃ আসিফ, মুন্নি, সন্জিব। কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের প্রধান ব্যাবস্হাপক মোঃ শামসুদ্দীন, কমিনিউটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আক্তার, প্রগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন,ও বিপ্লব গুহ।