আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে গভীর রাতে বসতঘরে চুরি আটক ১

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ০৫:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলার মুছাপুর  ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব আলম বাড়ির গভীর রাতে এক বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনার সাথে জড়িত এক চোর কে আটক করছে স্হানীয় জনতা ।

 

 

সূত্র জানা যায়, ৩১ অক্টোবর  দিবাগত রাত আড়াইটার দিকে ৪/৫ জনের স্বশস্ত্র চোরের দল আলম বাড়ির  এলাকার ডা: এছহাক উদ্দিন প্রকাশ বেচন ডাক্তারের  ঘরে হানা  দেয়। ঘরের দড়জা কেটে প্রবেশ করে এছহাকের মেয়ে ফাহিমা  কক্ষে প্রবেশ করে গলায় থাকা ১০ ভরি স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যায়। 

 

এ সময় ফাহিমা চিৎকারে ঘরের সবাই উঠে গেলে অন্ধকারে চোরের দল একজন একক দিকে চলে যায়। একজন  বাড়ির গেইট পর্যন্ত দৌড় দিলে আইয়ুব (৫০) গেইটের সাথে আগাত লেগে মাটিতে পড়ে গেলে বাড়ির লোকজন  এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। বিষয়টি সন্দ্বীপ থানায় জানালে  এস আই চয়ন দাশ গুপ্তের নেতৃত্বে পুলিশের একটি দল সরেজমিনে পরিদর্শন করে আটক আইয়ুব কে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

 

এ ঘটনায় চুরি হওয়া ঘরের মালিক  ইছহাক ছেলে এডভোকেট আরিফ হোসেন আটক হওয়া আইয়ুব কে প্রধান আসামি সহ ৪/৫ জন কে অজ্ঞাত আসামি করে একটি এজাহার দায়ের করছেন বলে জানা গেছে।

 

 

এ ব্যাপারে সন্দ্বীপ  থানার অফিসার্স ইনচার্জ  মনিরুল ইসলাম বলেন রাতে চুরি হওয়ার বিষয়ে খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়েছি, অভিযোগ বা এজাহার দায়েরের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।