বান্দরবানের লামায় বিগত ২০২১ সালের ১৪ অক্টোবর একটি উস্কানিমূলক ঘটনায় প্রতিবাদ মিছিল পরবর্তী মন্দির হামলা ও দোকান পাট লুটতরাজের ঘটনায় তিনটি জিআর মামলা হয়। ওইসব মামলায় আসামী করা হয় শতাধিক মানুষকে। ওই অনাকাঙ্খিত ঘটনার সাথে জড়িত না থাকার পরও কিছু মানুষকে আসামী করা হয়েছে মর্মে দাবি করে মঙ্গলবার, ১৪ মে লামা কুটুমবাড়ী রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, 'গত ১৪/১০/২০২১ইং তারিখে সম্প্রিতির লামায় অনাকাঙ্খিত ভাবে হিন্দু ও মুসলমানদের মাঝে একটি বড় সঙ্ঘাত সংঘঠিত হয়। এ সঙ্ঘাতের পরবর্তী লামা থানায় জিআর-১২০, জিআর-১২১, জিআর- ১২২ মামলা লামা রুজু করা হয়। ওই মামলা গুলোতে নামে-বেনামে লামার বিভিন্ন স্থানে কিছু নিরীহ জনগণকে নানা ভাবে হয়রানি করা হয় এবং মামলায় প্রকৃত দোষীগণকে আসামী না করে, লামা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের কিছু মুসলিম জনসাধারণের নাম আসামীর তালিকায় উল্লেখ করা হয়। অথচ উল্লেখ্যিত নামের কোনো ব্যক্তিগণ এই ঘটনার সাথে জড়িত নয়। এসব মামলার আসামী হয়ে এখনো অনেক নিরীহ জনগণ ঘরছাড়া এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ। এর মধ্যে অনেকে মামলা পরিচালনা করতে করতে প্রায় নিঃস্ব। তাই আমরা অত্র মামলা গুলোতে অন্যায় ভাবে আসামী হওয়া ভুক্তভোগীগণ সরকারের নিকট দাবি জানাচ্ছি, যেন সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মামলা থেকে অব্যহতি দেওয়া হয় এবং লামাবাসীর প্রতি আমাদের আকুল আবেদন সম্প্রীতির লামায় শান্তি বিনষ্টের পেছনে যাদের ইন্দন ছিল, যারা অন্যায় ভাবে নিরীহ মুসলিম জনসাধারণকে মামলায় আসামী করে নানা ভাবে হয়রানি করেছে; সেসকল মানুষজনকে বর্জন করে লামায় সম্প্রীতির সুবাতাস প্রবাহের সুযোগ করে দিবেন।'