আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

লামায় মাঝরাতে পাহাড় কাটার বিরুদ্ধে ইউএনও’র অভিযান

বেলাল আহমদ, লামা : | প্রকাশের সময় : সোমবার ১ এপ্রিল ২০২৪ ১১:৪৮:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে মাঝরাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন লামা উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এ সময় একটি স্কেভেটর ধ্বংস করা হয়। 

 

রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

 

লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, রবিবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে পাহাড় কাটার খবর পাওয়ার পর উপজেলার সরই ইউপির ৪ নম্বর ওয়ার্ডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি এবং একটি স্কেভেটর ধ্বংস করি।অভিযানের সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় কোন জরিমানা করা সম্ভব হয়নি।উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।